আজকের দিন তারিখ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
Uncategorized ডেসটিনির রফিকুল আমিনের ১২, হারুনের চার বছর কারাদণ্ড

ডেসটিনির রফিকুল আমিনের ১২, হারুনের চার বছর কারাদণ্ড


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ১২, ২০২২ , ২:০১ অপরাহ্ণ | বিভাগ: Uncategorized


দিনের শেষে প্রতিবেদক :  অর্থ আত্মসাৎ ও অর্থপাচারের অভিযোগে ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিনের ১২ বছর এবং প্রেসিডেন্ট সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশিদকে চার বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে রফিকুল আমিনকে দুই কোটি ও হারুন-অর-রশিদকে সাড়ে তিন কোটি টাকা জরিমানা করা হয়। বৃহস্পতিবার (১২ মে) সকালে ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম মামলাটির রায় ঘোষণা করেন।

রফিকুল আমিন ও হারুন-অর-রশীদ

ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির বিরুদ্ধে করা মামলায় আসামি ৪৬ জন। তাদের মধ্যে রফিকুল আমিন, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ হোসেন ও লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. দিদারুল আলম ১০ বছর ধরে কারাগারে আছেন। জামিনে আছেন লেফটেন্যান্ট জেনারেল (অব.) হারুন-অর-রশিদ, জেসমিন আক্তার, জিয়াউল হক মোল্লা ও সাইফুল ইসলাম রুবেল। বাকিরা পলাতক রয়েছেন।

২০১৪ সালের ৪ মে ডেসটিনির বিরুদ্ধে দুই মামলায় চার্জশিট দাখিল করে দুদক। এতে বলা হয়, মাল্টিপারপাস কো-অপারেটিভের নামে ডেসটিনি বিনিয়োগকারীদের কাছ থেকে সংগ্রহ করে ১ হাজার ৯০১ কোটি টাকা। সেখান থেকে ১ হাজার ৮৬১ কোটি ৪৫ লাখ টাকা আত্মসাৎ করা হয়। ওই অর্থ আত্মসাতের ফলে সাড়ে ৮ লাখ বিনিয়োগকারী ক্ষতির মুখে পড়েন। মামলাটিতে ৩০৩ জন সাক্ষীর মধ্যে ২০২ জনের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত। এছাড়া ডেসটিনি ট্রি প্ল্যানটেশন প্রোগ্রামের বিরুদ্ধে আরেকটি মামলা রয়েছে। এতে আসামি ১৯ জন।