আজকের দিন তারিখ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
অন্যান্য ড. সা’দত হুসাইনের স্ত্রীও পাড়ি জমালেন না ফেরার দেশে

ড. সা’দত হুসাইনের স্ত্রীও পাড়ি জমালেন না ফেরার দেশে


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ১৪, ২০২০ , ৯:০০ পূর্বাহ্ণ | বিভাগ: অন্যান্য


সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান সদ্য প্রয়াত ড. সা’দত হুসাইনের স্ত্রী শাহানা বেগমও মারা গেছেন। তিনি মঙ্গলবার রাত ১০টায় রাজধানীর মহাখালির আয়েশা মেমোরিয়াল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। স্বামীর মৃত্যুর ২০ দিনের মাথায় তিনিও চলে গেলেন না ফেরার দেশে। তার বয়স হয়েছিল ৭০ বছর। এর আগে ড. সা’দত হুসাইন গত ২২ এপ্রিল রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিকুঞ্জ-১ আবাসিক এলাকা কল্যাণ সমিতির সভাপতি ও প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী গণমাধ্যমকে এ সব তথ্য নিশ্চিত করেছেন। আজ বুধবার বাদ যোহর নিকুঞ্জ-১ এর কেন্দ্রীয় জামে মসজিদে শাহানা বেগমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানা যায়, নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন শাহানা বেগম। এর মধ্যে শ্বাসকষ্ট দেখা দিলে গত সোমবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে নেওয়া হয়। মৃত্যুকালে তিনি এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। বিজ্ঞপ্তি।