আজকের দিন তারিখ ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন ঢাকাই সিনেমায় তেলেগু অভিনেতা কবীর সিং

ঢাকাই সিনেমায় তেলেগু অভিনেতা কবীর সিং


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ৩, ২০২১ , ১২:২১ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :  তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা কবীর দোহান সিং, যাকে খল-নায়ক হিসেবেই সিনেমাতে বেশি দেখা যায়। অল্প ক্যারিয়ারেই পেয়েছেন তুমুল জনপ্রিয়তা। ছয় বছরের ক্যারিয়ারে কাজ করেছেন প্রায় ৩৯টির মত সিনেমা। তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে কিক-২, ভেদালাম, ডিক্টেটর, স্পিডুন্নুডু, সরদার গাব্বার সিং, সুপ্রীম, কাঞ্চনা-৩, অ্যাকশন ইত্যাদি। অবাক করা বিষয় হলো, কবীর সিংয়ের ৪০তম সিনেমা হতে যাচ্ছে বাংলা চলচ্চিত্র আর সেটি হবে ঢাকাই সিনেমা। প্রথমবারের মত বাংলাদেশের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি। মঙ্গলবার সকালে এ অভিনেতা তার ফেসবুক পেইজে এক স্ট্যাটাসে এমন তথ্য নিশ্চিত করেন। সেখানে তিনি লিখেন, একটি নতুন দেশ, একটি নতুন জীবন আর একটি নতুন চরিত্র। এবার আমি আমার গণ্ডি পেরিয়ে যাচ্ছি বাংলাদেশের দিকে, একদমই নতুন রূপে। এটি হতে যাচ্ছে আমার চল্লিশতম সিনেমা, তাও আবার একটি বাংলা চলচ্চিত্র। আমার চল্লিশতম সিনেমার জন্য সবার শুভকামনা চাই।

সেইসাথে কৃতজ্ঞতা প্রকাশ করে বাংলাদেশীদের উদ্দেশ্য কবীর দোহান সিং লিখেন, বাংলাদেশ, আমি আসছি। তবে বাংলাদেশের কোন সিনেমার জন্য তিনি আসছেন, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি