আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন ঢাকাই সিনেমায় নবাগত রবিন

ঢাকাই সিনেমায় নবাগত রবিন


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১০, ২০১৬ , ১:৩০ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


13কাগজ অনলাইন বিনোদন:  এবার আরও একজন নতুন নায়ক এর অভিষেক ঘটতে যাচ্ছে বাংলা সিনেমায়। মিজানুর রহমান শামিমের পরিচালনায় ‘ফাঁসির আসামী’ ছবির মাধ্যমে ঢালিউডে যোগ হলেন চিত্রনায়ক রবিন ।

এতে অভিনয় করা প্রসঙ্গে রবিন বলেন,‘ সম্পূর্ণ অ্যাকশানধর্মী গল্পের এই সিনেমায় আমি অভিনয় করছি একজন সৎ ডাক্তারের চরিত্রে। শাহরিয়াজ অভিনয় করছেন একজন সৎ আইনজীবীর চরিত্রে।

অন্যদিকে নায়িকা রাকা অভিনয় করছেন সৎ পুলিশ অফিসারের চরিত্রে। এই তিন জন মানুষের সমাজ গড়ার লড়াই নিয়ে ‘ফাঁসির আসামি’ ছবির গল্প। গত ১ জুন থেকে এই সিনেমার শুটিং শুরু হয়েছে পুবাইলের । প্রথম লটের শুটিং চলবে ১৫ জুন পর্যন্ত।

রবিন এ প্রসঙ্গে বলেন,‘ এটি আমার প্রথম সিনেমা। পরিচালক প্রায় ৩৫ জনের মধ্যে থেকে আমাকে নির্বাচন করেছিলেন ডাক্তার চরিত্রে অভিনয় করার জন্যে। তিনি আমাকে নিজ দায়িত্বে প্রস্তুত করেছেন নিজের মতো করে। রাকার বিপরীতে আমি এই প্রথম কাজ করলেও রাকার এটি ৩য় ছবি। সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভালো কিছু উপহার দিতে পারি।’