আজকের দিন তারিখ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস ঢাকার নেতৃত্বে নাসির, ইয়াসিরের কাঁধে খুলনা

ঢাকার নেতৃত্বে নাসির, ইয়াসিরের কাঁধে খুলনা


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জানুয়ারি ৫, ২০২৩ , ৫:১১ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরুর ২৪ ঘণ্টাও বাকি নেই। শেষ মুহূর্তে এসে দলগুলো নিজেদের গুছিয়ে নিচ্ছে। এবারের নবম আসরে ঢাকা ডমিনেটর্সকে নেতৃত্ব দেবেন অলরাউন্ডার নাসির হোসেন, আর খুলনার নেতৃত্বের ভার ইয়াসির আলীর কাঁধে।

বৃহস্পতিবার ট্রফি উন্মোচনের দিন ইয়াসিরকে অধিনায়ক হিসেবে ঘোষণা করেন খুলনা টাইগার্স ম্যানেজিং ডিরেক্টর ফিরোজা বেগম। একই দলে আছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। তামিমের মতো ক্রিকেটার থাকতেও খুলনা ঝুঁকেছে তারুণ্যের দিকে।  ফিরোজা বলেন, ‘উনাকে (ইয়াসির)  অধিনায়ক করার কারণ হচ্ছে আমরা বিশ্বাস করি তরুণ প্রতিভার মাধ্যমে সবকিছু সম্ভব। সবার তাকে চেনানোর একটা সুযোগ পাওয়া উচিত। একবার সুযোগ পাওয়া উচিত নেতা হিসেবে গড়ে উঠার জন্য। এভাবে সে নিজেকে প্রস্তুত করতে পারে ও বাংলাদেশ ক্রিকেট দল আরও একজন স্কিলড অধিনায়ক পায়।’

এদিকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা না দিলেও ট্রফি উন্মোচন অনুষ্ঠানে ঢাকার অধিনায়ক হিসেবে আসেন নাসির। যিনি দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে। বাংলাদেশ দলের হয়ে সবশেষ খেলেছেন ২০১৮ সালে, আর টি-টোয়েন্টি খেলেন ২০১৬ সালে।