আজকের দিন তারিখ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// ঢাকার হাসপাতালগুলোতে ৯৫৬ কোভিড- ১৯ রোগী ভর্তি

ঢাকার হাসপাতালগুলোতে ৯৫৬ কোভিড- ১৯ রোগী ভর্তি


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ৩০, ২০২০ , ৩:৪৮ অপরাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


দিনের শেষে প্রতিবেদক : করোনা রোগীদের জন্য ঢাকায় যেসব হাসপাতাল রয়েছে তাতে গত ২৪ ঘণ্টায় রোগী ভর্তি হয়েছে ৯৫ জন এবং এ পর্যন্ত ঢাকার হাসপাতালে করোনা রোগী ভর্তি আছেন ৯৫৬ জন। এছাড়া এ পর্যন্ত হাসপাতালগুলো থেকে চিকিৎসা পেয়েছেন এক হাজার ৭৩১ জন। বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি বলেন, যারা দেশবাসীর পাশে বিভিন্ন দাঁড়িয়েছেন তাদের সবার প্রতি আমরা কৃতজ্ঞ। তিনি বলেন, বর্তমানে এক লক্ষের অধিক পিসিআর কিট মজুদ রয়েছে। যেসব ল্যাবে পরীক্ষা হয় সেসব জায়গা এ কিট সরবারহ করা হয়। আরো কিট কেনার প্রকিয়া চলছে। কোনো দেশে একই সাথে অনেক কিট বিক্রি করে না। ২০ হাজার থেকে সর্বচ্চো চল্লিশ হাজার কিট কোনো দেশ থেকে আনা যেতে পারে। সব দেশেই করোনা পরীক্ষার এ কিটের সংকট রয়েছে। তাই কেউ একসাথে অনেক কিট বিক্রি করতে চায় না। আমরা আমাদের সাধ্যমতো কিট ক্রয়ের চেষ্টা করছি। আমরা সব সময় আমাদের চাহিদা দিয়ে রেখেছি। ইতোমধ্যে আমাদের হাতে এক লক্ষ কিট এসে পৌঁছেছে এবং আরো কিট সংগ্রহের প্রকিয়া চলমান। নমুনা সংগ্রহের কিট আর পিসিআর কিট আলাদা। তথ্যমতে, দেশের ৬৪ জেলার ৬২টিতেই করোনা রোগী পাওয়া গেছে। সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে ঢাকা জেলায়। যেখানে মোট রোগীর প্রায় ৭৩ শতাংশ শনাক্ত হয়েছে। ঢাকার চার জেলার মধ্যে পর্যাক্রমে সংক্রামণে হার বেশি নায়ারণগঞ্জে। এরপর রয়েছে গাজীপুর। গাজীপুরের পর সংক্রামণের হারে এগিয়ে কিশোরগঞ্জ এবং চতুর্থ জেলা নরসিংদী।