ঢাকায় আরো ১৯৯ জন পেল জিপিএ-৫
পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৮, ২০১৬ , ৯:২২ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়
কাগজ অনলাইন প্রতিবেদক: ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন এসএসসি ও সমমানের পরীক্ষার পুনঃনিরীক্ষিত ফল বুধবার প্রকাশ করা হয়েছে।
পুনঃনিরীক্ষিত ফলে আরো ১৯৯ জন জিপিএ-৫ পেয়েছে। এ নিয়ে ঢাকা শিক্ষাবোর্ডে মোট জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা দাঁড়াল ৪১ হাজার ৩২ জনে। এ বোর্ডে প্রথমে জিপিএ-৫ পেয়েছিল ৪০ হাজার ৮৩৩ জন।
ঢাকা শিক্ষা বোর্ডের জ্যেষ্ঠ সিস্টেম এনালিস্ট মনজুরুল কবীর রাইজিংবিডিকে বলেন, মোট ১ হাজার ২৫৮ জনের ফল পরিবর্তন হয়েছে।
বোর্ড সূত্রে জানা গেছে, এবার মোট ৪৩ হাজার ৫৮০ জন প্রার্থী ১ লাখ ১৫ হাজার ৯১৮টি পত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছিলেন। এর মধ্যে অনুত্তীর্ণ থেকে উত্তীর্ণ হয়েছে ২০৫ জন। আর নতুন করে জিপিএ-৫ পেয়েছে ১৯৯ জন।
গত ১১ মে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছিল। এরপর পুনর্নিরীক্ষণের আবেদন নেওয়া হয়।
এবার পরীক্ষায় ১৬ লাখ ৫১ হাজার ৫২৩ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে সাধারণ আট শিক্ষা বোর্ডে পাশ করেছে মোট ১১ লাখ ৫৩ হাজার ৪৫৩ জন পরীক্ষার্থী। এ ছাড়া মাদ্রাসা বোর্ডে ২ লাখ ১৭ হাজার ৬১৪ এবং কারিগরি বোর্ডে ৪১ হাজার ৯২৮ পরীক্ষার্থী পাস করে।