আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস/////, জাতীয় ঢাকায় কথিত বন্দুকযুদ্ধে নিহত ২

ঢাকায় কথিত বন্দুকযুদ্ধে নিহত ২


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৯, ২০১৬ , ১১:৪১ পূর্বাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////,জাতীয়


1456218903কাগজ অনলাইন প্রতিবেদক: রাজধানীর রামপুরা ও তুরাগে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুইজনের মৃত্যু হয়েছে।

এর মধ্যে রামপুরায় নিহত কামাল পারভেজকে (৪৫) ছিনতাইচেষ্টার অভিযোগে অস্ত্রসহ আটকের পর সঙ্গে নিয়ে অভিযানে বেরিয়েছিল র‌্যাব।

আর তুরাগে নিহত নজরুলকে (৪০) ‘ছিনতাইকারী ও নারী পাচারকারী’ বলছে র‌্যাব।

র‌্যাব-৩ এর অপারেশন অফিসার আব্দুল করিম বলছেন, বুধবার রাতে পূর্ব রামপুরার তিতাস রোডের বালুর মাঠে গোলাগুলির সময় কামাল নিহত হন।

কামালের বাসা উত্তরায়। বুধবার বিকালে তালতলা মাঠে এক নারীর ‘গয়না ও টাকা লুট করার সময়’ একটি পিস্তল, একটি রিভলবার ও নয়টি গুলিসহ তাকে আটক করা হয় বলে জানান করিম।

“রাতে তাকে নিয়ে বালুর মাঠ এলাকায় অভিযানে গেলে তার সহযোগীরা র্যাবের দিকে গুলি ছোড়ে। জবাবে র‌্যাবও পাল্টা গুলি চালায়। এ সময় সহযোগীদের ছোড়া গুলিতে কামাল আহত হয়।”

গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক কামালকে মৃত ঘোষণা করেন বলে আব্দুল করিম জানান।

র‌্যাব-১ এর অধিনায়ক তুহিন মোহাম্মদ মাসুদ বলছেন, তুরাগের ঘটনাটি ঘটে রাত ২টার দিকে প্রত্যাশা সেতুর কাছে একটি চেকপোস্টে।

“সেখানে ছিনতাইকারীদের সঙ্গে র‌্যাবের গোলাগুলিতে নজরুল নামের ওই যুবক আহত হয়। পরে তাকে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধারের কথাও বলেছেন তুহিন।

তিনি বলেন, নজরুল ঢাকা মহানগরসহ আশপাশের এলাকায় প্রতারণা করে এরকম একটি ‘অজ্ঞানপার্টির’ নেতা ছিলেন। এছাড়া ছিনতাই ও নারী পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

কামাল ও নজরুলের মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।