ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও ডিএমপিকে হ্যান্ড স্যানিটাইজার দিয়েছে ‘বাংলাদেশ বিলবোর্ড এ্যাডভারটাইজিং ওনার্স অ্যাসোসিয়েশন’
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ৮, ২০২০ , ৫:১০ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
দিনের শেষে প্রতিবেদক : ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে বর্তমানে যারা শহরকে পরিচ্ছন্ন রাখতে আপ্রান চেষ্টা করে যাচ্ছেন তাদের জন্য হ্যান্ড স্যানিটাইজার হস্তান্তর করলো ‘বাংলাদেশ বিলবোর্ড এ্যাডভারটাইজিং ওনার্স অ্যাসোসিয়েশন’। হ্যান্ড স্যানিটাইজার গ্রহন করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ভারপাপ্ত মেয়র মোস্তফা জামাল। পাশাপাশি ঢাকা শহরে বর্তমানে কর্মরত পুলিশ সদস্যদের জন্য হ্যান্ড স্যানিটাইজার হস্তান্তর করেছে সংগঠনটি। ডিএমপির পক্ষ থকে হ্যান্ড স্যানিটাইজার গ্রহন করেন ডেপুটি কমিশনার আনিসুর রহমান। বাংলাদেশ বিলবোর্ড এ্যাডভারটাইজিং ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষে উপস্থিত ছিলেন জনাব মিজানুর রহমান (সাধারন সম্পাদক), জনাব কাজী মাহবুব আলম ( সাংগঠনিক সম্পাদক), জনাব মির্জা রকিবুল হাসান (কার্যকরী সদস্য) ও কাজী ইকবাল (সদস্য)। এ বিষয়ে বাংলাদেশ বিলবোর্ড এ্যাডভারটাইজিং ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক জনাব মিজানুর রহমান বলেন, করোনার এ দুর্যোগকালীন সময়ে চিকিৎসকদের পাশাপাশি সামনের সারিতে থেকে যারা আমাদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাচ্ছে তাদের মধ্যে পুলিশ বাহিনীর সদস্যরা অন্যতম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে বর্তমানে যারা শহরকে পরিচ্ছন্ন রাখতে আপ্রান চেষ্টা করে যাচ্ছে তাদের পেশাদারিত্ব এবং নিরলস পরিশ্রমের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা জানাতে আমরা আমাদের ক্ষুদ্র সামর্থ্য থেকে এসব স্বাস্থ্য সামগ্রী উপহার হিসেবে দিলাম। স্বাস্থ্য সামগ্রী উপহার হিসেবে পেয়ে বিলবোর্ড এ্যাডভারটাইজিং ওনার্স অ্যাসোসিয়েশনেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ভারপাপ্ত মেয়র মোস্তফা জামাল ও ডিএমপির ডেপুটি কমিশনার আনিসুর রহমান ধন্যবাদ জ্ঞাপন করেন।