আজকের দিন তারিখ ৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার, ২২শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস ঢাকা কি জেগে উঠবে মাশরাফি নামক পরশপাথরে?

ঢাকা কি জেগে উঠবে মাশরাফি নামক পরশপাথরে?


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জানুয়ারি ২৫, ২০২২ , ৪:০৯ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে প্রতিবেদক :  পড়ন্ত বেলায় আরও একবার ক্রিকেট মাঠে টাইগারদের সাবেক কাপ্তান মাশরাফি বিন মর্তুজা। দিনের হিসেবে ৪০২ দিন পর, এক বছরের বেশি সময় পর ২২ গজে ম্যাশের প্রত্যাবর্তন। বিপিএলে মিনিস্টার ঢাকার হয়ে মাঠে নেমেছিলেন ম্যাশ। ব্যাট হাতে ২ রান আর বল ঘুরিয়ে ২১ রানে ২ উইকেট পান মাশরাফি।

ইনজুরি ও ফিটনেস সমস্যার সাথে যোগ হয়েছিলো রাজনীতির চাপ। তবে সব সামলে উঠে বিপিএলে ফেরার ঘোষণা দেন আগেই। ড্রাফটে রিয়াদ, তামিমের সাথে মিনিস্টার ঢাকা ঘরে তোলে মাশরাফিকে। যিনি সবশেষ ম্যাচ খেলেছেন ২০২০ সালের ১৮ ডিসেম্বর, জেমকন খুলনার হয়ে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনাল।

মাশরাফির প্রত্যাবর্তনের দিনে অসহায় আত্মসমর্পন করেছে ঢাকা। ১০০ রানেই গুটিয়ে যাওয়া ঢাকা বল হাতেও ছিলো দিশেহারা। মাশরাফি ফেরায় চাঞ্চল্য আসলেও পারফর্মেন্সে হতাশ করে আরও একটি পরাজয়, সব মিলিয়ে ৪ ম্যাচে ৩ পরাজয় ঢাকার। কোনঠাসা ঢাকা কি জেগে উঠবে মাশরাফি নামক পরশপাথরে?