ঢাকা-পায়রাবন্দর রেললাইন স্থাপনের উদ্যোগ
পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৮, ২০১৬ , ৪:০৪ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়
কাগজ অনলাইন প্রতিবেদক: দ্রুততার সঙ্গে ঢাকা- পায়রাবন্দর রেললাইন স্থাপনের উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ দুপুর সচিবালয়ে নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খানের সভাপতিত্বে আন্ত:মন্ত্রনালয়ের সভায় এই সিদ্ধান্ত হয়। সভায় নৌ পরিবহন সচিব অসোক মাধব রায়সহ সংশ্লিষ্ট মন্ত্রলাণয় ও সংস্থার প্রতিনিধিরা অউপস্থিত ছিলেন।
সভা শেষে নৌ পরিবহন সচিব জানান, দেশের তৃতীয় সমুদ্রবন্দর হিসেবে পায়রাবন্দর সমুদ্রবন্দর নির্মান করবে সরকার। এজন্য গঠিত পায়রাবন্দর কর্তৃপক্ষের ১৯টি কম্পোনেন্ট রয়েছে। এর একটি হচ্ছে ঢাকা থেকে পায়রাবন্দর রেললাইন স্থাপন। এই পথ নির্মাণের জন্য রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালকের নেতৃত্বে একটি কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। দুইলাইন বিশিস্ট রেললাইন স্থাপনের কাজ করবে রেলপথ মন্ত্রলালয়।
২৪০ কিলোমিটার রেলপথ নির্মাণের জন্য ডিপি রেল, ইউকে এবং চিনের সিভিল ইঞ্জিনিয়ারিং কসন্ট্রাকশন করপোরেশন যৌথভাবে এফডিআই পদ্ধতিতে রেলপথ নির্মানের প্রস্তাব দিয়েছে।