আজকের দিন তারিখ ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় ঢামেকের আইসোলেশন ওয়ার্ডে ২ জনের মৃত্যু

ঢামেকের আইসোলেশন ওয়ার্ডে ২ জনের মৃত্যু


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ১, ২০২০ , ৫:৫৪ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


দিনের শেষে প্রতিবেদক : ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে সর্দি-জ্বরে আক্রান্ত দুই রোগীর মৃত্যু হয়েছে। বুধবার (১এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসিরউদ্দীন। তবে দুই জন করোনায় মারা গেছেন, এমনটা বলতে তিনি নারাজ। ঢামেক হাসপাতালের পরিচালক বলেন, ‘আইসোলেশন ওয়ার্ডে মৃত্যু মানেই করোনায় মারা গেছেন, এটা ভাবার কোনও কারণ নেই। এখানে মাল্টিপল ডিজিজ নিয়ে মানুষ আসে, অনেক সময় মারা যায়। মৃত্যুর ঘটনা পরে তদন্ত করে জানানো হবে। একেএম নাসির উদ্দীন বলেন, ‘করোনা সংক্রান্ত মৃত্যুরে বিষয়ে তথ্য দেবে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। এ বিষয়ে আমার কাছে কিছু জানতে চাইলে, বলতে পারবো না। প্রসঙ্গত, মঙ্গলবার (৩১ মার্চ) রাতে এবং বুধবার (১ এপ্রিল) সকালে ঢামেকের আইসোলেশন ওয়ার্ডে সর্দি-কাশিতে আক্রান্ত হয়ে ওই দুই রোগী মারা যান।