আজকের দিন তারিখ ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব তাইওয়ানের আকাশসীমায় চীনের ২৯ যুদ্ধবিমান

তাইওয়ানের আকাশসীমায় চীনের ২৯ যুদ্ধবিমান


পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: জুন ২৩, ২০২২ , ১১:১৪ পূর্বাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা শনাক্ত অঞ্চলে (এডিআইজেড) চীনের ২৯টি যুদ্ধবিমান অনুপ্রবেশ করেছে। মঙ্গলবার (২১ জুন) এ অভিযোগ করেছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় । তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, অনুপ্রবেশকারী যুদ্ধবিমানগুলো বিভিন্ন ধরনের ছিল। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত বেশ কয়েকবার তাইওয়ানের আকাশসীমায় প্রবেশ করে চীনা যুদ্ধবিমান। চলতি বছরের মধ্যে মঙ্গলবার তাইওয়ানে তৃতীয় সর্বোচ্চ যুদ্ধবিমান পাঠায় চীন। এর আগে গত মাসে তাইওয়ানের আকাশসীমায় চীন ৩০টি যুদ্ধবিমান পাঠায়। স্বশাসিত গণতান্ত্রিক তাইওয়ান চীনের অব্যাহত আগ্রাসনের হুমকির মধ্যেই বসবাস করছে। দ্বীপটিকে নিজেদের ভূখণ্ড মনে করে বেইজিং। তাইওয়ানকে কোনো এক সময় একীভূত করারও অঙ্গীকার করেছে চীন। বেইজিং এ জন্য প্রয়োজনে শক্তি প্রয়োগের কথাও বলে আসছে।