আজকের দিন তারিখ ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার, ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব তাইওয়ানে বহুতল ভবনে আগুন, নিহত ২৫

তাইওয়ানে বহুতল ভবনে আগুন, নিহত ২৫


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ১৪, ২০২১ , ২:০৫ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক :  তাইওয়ানের দক্ষিণাঞ্চলে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর রাতে এ অগ্নিকাণ্ডে পুড়ে জখম হয়েছেন আরও বেশ কয়েকজন। খবর গ্লোবাল নিউজের।|আরো খবর তাইওয়ানের অগ্নিনির্বাপন কর্মকর্তারা জানান, কাওসিয়াং শহরে ১৩তলা ওই ভবনে ভোর রাতের দিকে আগুন লাগে। এ ঘটনায় অন্তত ৫৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ১৪ জনকে দেখে প্রাণ আছে বলে মনে হয়নি।তাইওয়ানে কেবল হাসপাতালই মৃতের সংখ্যা নিশ্চিত করতে পারে। তবে ঘটনাস্থল থেকে ১১ জনকে সরাসরি হাসপাতালের মর্গে নেয়া হয়েছে।