আজকের দিন তারিখ ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব তাজমহলে বোমাতঙ্ক: পর্যটকদের প্রবেশপথ বন্ধ

তাজমহলে বোমাতঙ্ক: পর্যটকদের প্রবেশপথ বন্ধ


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ৪, ২০২১ , ১:০২ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : ভারতের আগ্রার তাজমহলে হঠাৎই আজ বৃহস্পতিবার সকালে বোমা আতঙ্ক ছড়িয়ে পড়ে। অন্যদিনগুলোর এদিনও সকাল থেকে পর্যটকদের ভিড় ছিলো। তবে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি ফোন করে পুলিশকে খবর দেয় যে, বোমা রাখা রয়েছে তাজমহলে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়লে মুহূর্তে খালি করে দেওয়া হয় তাজমহল, বন্ধ করে দেওয়া হয় সব প্রবেশপথ।
জানা গেছে, সকাল সাড়ে ৭টা নাগাদ তাজমহলে পৌঁছে যান বিস্ফোরক বিশেষজ্ঞরা। তারপর গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি শুরু হয়। সিআইএসএফ ও বিস্ফোরক বিশেষজ্ঞরা বিভিন্ন স্থানে সন্ধান চালান। পুলিশের ভাষ্য, প্রথমে মনে করা হয়েছিল, আলিগড় থেকে ফোন আসছে, পরে ফিরোজাবাদ থেকেও ফোন পাওয়ার কথা জানিয়েছেন পুলিশকর্মীরা।
উল্লেখ্য, দীর্ঘ ছয় মাস বন্ধ থাকার পর গত বছর সেপ্টেম্বরে পর্যটকদের জন্য খুলে দেওয়া হয় তাজমহল। করোনাভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়া আটকাতে গত বছরের ১৭ মার্চ থেকে বন্ধ ছিল তাজমহলের দরজা। তবে বিধিনিষেধ মেনেই এখনও তাজমহল দর্শন করতে হচ্ছে পর্যটকদের। নিয়ম অনুযায়ী প্রতিদিন মাত্র পাঁচ হাজার পর্যটককে ঢুকতে দেওয়া হচ্ছে।
সূত্র : আনন্দবাজার পত্রিকা।