আজকের দিন তারিখ ১লা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ১৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন তাদের ‘বিয়ে সমাচার’

তাদের ‘বিয়ে সমাচার’


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ২১, ২০২২ , ৩:৫৯ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে প্রতিবেদক : প্রায় সাত মাস সম্পর্কের পর দুজনে মিলে পালিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে অভ্র (মনোজ প্রামাণিক) ও নায়রা (তাসনুভা তিশা)। অবশ্য এতে অভ্র মনে মনে একটা প্ল্যানিং করেছে। এদিকে নায়রার বাবা হাসিবুল আজম খুক খুক করে কাশির অভ্যাস, রাতে ঘুম খুব কম হয়। নানান কৌশলে অভ্র নায়রাকে নিয়ে পালানোর চেষ্টা করে। কিন্তু সমস্তভাবেই ব্যর্থ হয়। অবশেষে হাসিবুল সাহেব ঘুমিয়ে গেলে মানুষটার চোখ ফাকি দিয়ে বিশাল একটা ব্যাগ সাথে নিয়ে নায়রা পালিয়ে যায় অভ্রের সাথে।

পালিয়ে বিয়ে তারপর শুরু হয় নতুন সংসার। দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক থাকাকালীন একে অপরকে করা প্রতিঙ্গা পূরণ না হওয়ায় নানান সমস্যা নিয়ে বাকবিতন্ডা চলতে থাকে। কিন্তু অভ্র বউয়ের চাপে সব দাবিই মেনে নিতে বাধ্য হয়। এভাবেই এগিয়েছে গল্প। ‘ক্যারিয়ার মাল্টিমিডিয়া’ নিবেদিত তরুণ নির্মাতা সায়াদ মামুর কাব্য’র চিত্রনাট্য ও পরিচালনায় অসাধারণ এই গল্পটি নিয়ে নির্মিত হয়েছে একক নাটক ‘বিয়ে সমাচার’। নাটকের গল্প লিখেছেন শরিফা সুহাসিনী। এতে অভিনয় করেছেন- মনোজ প্রামাণিক, তাসনুভা তিশা, মাসুম বাসার, হারুন রশীদ প্রমুখ।

নাটকটি প্রযোজনা করেছেন নিলয় হোসাইন। নির্মাতা সায়াদ মামুর কাব্য জানান, কাজটি করতে গিয়ে আমরা গল্পটির প্রয়োজনে সকলে অনেক পরিশ্রম করেছি। আমাদের অভিনয় শিল্পীরা দুর্দান্ত অভিনয় করেছে। টীমের প্রত্যেকটি সদস্য নিজ নিজ জায়গা থেকে নিজেদের সেরাটা উজাড় করে দিয়েছে গল্পের প্রয়োজনে। আশা করি দর্শক আমাদের কাজটি ইতিবাচক ভাবে গ্রহণ করবেন এবং সকলের সুস্থ বিনোদনের খোরাক হবে ‘বিয়ে সমাচার’ভ জানা গেছে, খুব শিগগিরই ‘বিয়ে সমাচার’ নাটকটি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল এবং ইউটিউবে প্রচারিত হবে।