আজকের দিন তারিখ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// তাপমাত্রা কমলো আরও এক ডিগ্রি

তাপমাত্রা কমলো আরও এক ডিগ্রি


পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: জানুয়ারি ১৩, ২০২৪ , ১০:২৩ পূর্বাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


দিনাজপুর প্রতিনিধি  : দিনাজপুরে একদিনের ব্যবধানে তাপমাত্রা আরও ১ ডিগ্রি কমেছে। শনিবার (১৩ জানুয়ারি) সকাল ৬টায় জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ৯৭ শতাংশ। এর আগে, গতকাল একই সময় এখানে তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দিনাজপুরে কয়েকদিন ধরে সূর্যের দেখা মিলছে না। সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ৯৭ শতাংশ। এদিকে, ঘন কুয়াশা আর কনকনে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। তীব্র শীত থেকে বাঁচতে মোটা জামাকাপড় পরার পাশাপাশি আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকে। গৃহপালিত পশুকে শীত থেকে রক্ষায় পরিয়ে দেওয়া হচ্ছে চটের বস্তা। শীতে জবুথবু হয়েও কাকডাকা ভোরে শ্রমজীবী মানুষরা ঘর থেকে বের হয়েছেন। সড়কে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন।