আজকের দিন তারিখ ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// তামাকে বছরে ১ লাখ ৬০ হাজার লোক মারা যায়: সাবের হোসেন চৌধুরী

তামাকে বছরে ১ লাখ ৬০ হাজার লোক মারা যায়: সাবের হোসেন চৌধুরী


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ১৫, ২০২২ , ৩:০৪ অপরাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


দিনের শেষে ডেস্ক :   সাবের হোসেন চৌধুরী বলেছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিপোর্ট অনুযায়ী প্রতি বছর বাংলাদেশে তামাতের কারণে ১ লাখ ৬০ হাজার মানুষ অকালে মারা যান। আমরা কোভিডের জন্য কত কিছু করলাম, বাংলাদেশ বিশ্বের ৫-৬টি দেশের মধ্যে থেকে এটা প্রতিরোধ করলো। এই কোভিডে এদেশে মৃত্যুর সংখ্যা ৩০ হাজারের নিচে রাখতে সমর্থ হয়েছি আমরা। অথচ তামাকের কারণে বছরে ১ লাখ ৬০ হাজার লোক মারা যাচ্ছে। আমাদের এইট ফাইভ ইয়ার প্লানে তামাকের নিয়ন্ত্রণের কথা বলছি। এটা অর্থ ও স্বাস্থ্য মন্ত্রণালয় জানবেন।

মঙ্গলবার (১৪ জুন) জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থ বছরের কবাজেট প্রস্তবণার ওপর বক্তব্যে তিনি এসব কথা বলেন।  তিনি বলেন, তামাকের কারণে ক্ষতি হচ্ছে বছরে ৩০ হাজার কোটি টাকা, আর তামাকের ট্যাক্স পাচ্ছি ২২ হাজার কোটি টাকা। এখানে জীবনের মূল্যের বিষয়টি ধরছে না কেউ। ২০১৭ থেকে এ বছর পর্যন্ত একই রকম হয়ে আসছে। বাজেটে আমরা সিগারেটের মূল্য ১ টাকা বাড়িয়ে তার ওপর কর বাড়াই। তা হবে কেন, আমরা সুনিদ্দিষ্ট কর বাড়াতে চাই। এখানে সংসদে নিশ্চয় আসেনি তামাক কোম্পানীর মুনাফা বাড়ানোর জন্য নয়। তাহলে বিগত বছরে আমরা তিন হাজার কোটি আমি তামাক কোম্পানীকে দিয়ে দিলাম। আমি দাম বাড়াচ্ছি। তাদের তো উৎপাদন খরচ বাড়ছে না। তাদের বিনিয়োগ খরচও বাড়ছে না। এ ৩ হাজার কোটি টাকা তো সরকারের কাছে আসতো। আমরা তাহলে কি করলাম। আমাদের যে পলিসি টা আছে সেটা হচ্ছে সেশন পলিসি। এটাতে আমরা ডিফার করতে পারি না।