তামাক কোম্পানির করহার বাড়ানোর প্রস্তাব
পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ২, ২০১৬ , ৫:৪৬ অপরাহ্ণ | বিভাগ: অর্থ ও বাণিজ্য
কাগজ অনলাইন ডেস্ক: ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সিগারেট প্রস্তুতকারী কোম্পানি, বিড়ি, জর্দা, গুলসহ সকল প্রকার তামাকজাত পণ্য প্রস্তুতকারী কোম্পানির করহার ৩৫ শতাংশ থেকে ৪৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।
বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট উপস্থাপন কালে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, পাবলিকলি ট্রেডেড কোম্পানির বিদ্যমান করহার ২৫ শতাংশ। নন-পাবলিকলি ট্রেডেড কোম্পানির জন্য এ করহার ৩৫ শতাংশ। অন্যান্য ক্ষেত্রে শ্রেণিভেদে করহার কিছুটা বেশি রয়েছে। বাংলাদেশের কোম্পানি করহার বর্তমানে বেশ যৌক্তিক পর্যায়ে রয়েছে। বিধায় আমি বিদ্যমান কোম্পানি করহার বহাল রাখার প্রস্তাব করছি। তবে বিড়ি, জর্দা, গুলসহ সকল তামাকজাত পণ্য প্রস্তুতকারক কোম্পানির করহার সিগারেট প্রস্তুতকারকের অনুরূপ ৪৫ শতাংশ করার প্রস্তাব করছি।