আজকের দিন তারিখ ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার, ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস তামিমাকে ফেরত চাই না, মুখোশ খুলে দিতে চাই: রাকিব

তামিমাকে ফেরত চাই না, মুখোশ খুলে দিতে চাই: রাকিব


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ২৫, ২০২১ , ১২:০৪ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে প্রতিবেদক : ক্রিকেটার নাসির হোসেন ও কেবিন ক্রু তামিমার বিয়ে বিতর্ক বাড়ছে। আলোচিত-সমালোচিত বিয়ে নিয়ে সংবাদ সম্মেলনে আসেন নাসির দম্পতি। তারা দাবি করেন, শরিয়তের বিধান মতেই তারা বিয়ে করেছেন। এদিকে তাদের সংবাদ সম্মেলনের পরই টেলিভিশনের লাইভে আসেন তামিমার আগের স্বামী রাকিব হাসান। সেখানে এক সাংবাদিক প্রশ্ন করেন তামিমাকে আর ফেরত চান কিনা? এমন প্রশ্নের উত্তরে রাকিব হাসান জানিয়েছেন তিনি তামিমাকে আর চান না। তার উদ্দেশ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, কিন্তু এই মিথ্যা কথাগুলো ধরা আমার লক্ষ্য। এতে তার কী লাভ জানতে চাইলে রাকিব বলেন, মুখোশ খুলে লাভ আমার একার না, সমগ্র পুরুষ জাতির লাভ। যেসব বউরা এমন করতে চায়, যাদের চরিত্র ভালো না তারা সাবধান হবে। আর যারা অন্যদের বউকে নিয়ে যেতে চায় তারাও সাবধান হবে।
সন্তানকে জোর করে রেখে দেয়ার অভিযোগের বিষয়ে জানতে চাইলে অস্বীকার করেন তিনি। সন্তানকে নিয়ে শাশুড়ির জিডি প্রসঙ্গে বলেন, তিনি (শাশুড়ি) চান না আমার মেয়ে আমার কাছে থাক। কারণ তিনি আমাকে পছন্দ করেন না।