আজকের দিন তারিখ ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন তারকাদের ‘গোপন তথ্য ফাঁস করা শো’ বন্ধের ঘোষণা

তারকাদের ‘গোপন তথ্য ফাঁস করা শো’ বন্ধের ঘোষণা


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ৬, ২০২২ , ২:১৩ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক : করণ জোহরের প্রশ্নের মুখে বলিউড তারকারা কতটা বুদ্ধিদীপ্ত উত্তর দিতে পারেন, সেটাই ছিল ‘কফি উইথ করণ’-এর মূল আকর্ষণ। শোটি নিয়ে সমালোচনা-সমালোচনা কম হয়নি। সেই শোতে বিখ্যাত তারকাদের গোপন তথ্য ফাঁস করতেন করণ। শোনা যাচ্ছিল এবারও নতুন সিজন নিয়ে ফিরছেন এই সঞ্চালক। দর্শকরাও ছিলেন অপেক্ষায়। কিন্তু আজ বুধবার সকালে সোশ্যাল মিডিয়ায় করণের ঘোষণা দর্শকদের হতাশ করল। দি ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়, টুইট বার্তায় করণ ঘোষণা দিয়েছেন, ‘কফি উইথ করণ’ আর দেখা যাবে না। বন্ধ হয়ে যাচ্ছে এই শো।

হঠাৎ করে ‘কফি উইথ করণ’ বন্ধ করে দেওয়ার মতো কঠিন সিদ্ধান্ত কেন নিলেন করণ জোহর? সেই কারণও খোলসা করেছেন তিনি। করণ জানালেন, ‘কফি উইথ করণ’ আমার পাশাপাশি আপনাদের জীবনেরও অংশ হয়ে উঠেছিল। গত ছয়টি সিজনের সাক্ষী থেকেছেন আপনারা। আমার মনে হয়, এই শোয়ের মাধ্যমে আমরা একটা প্রভাব ফেলতে পেরেছি। শুধু তাই নয়, পপ কালচারের ইতিহাসেও জায়গা করে নিয়েছি। আর তাই ভারাক্রান্ত হৃদয়ে ঘোষণা করতে হচ্ছে যে, ‘কফি উইথ করণ’ আর ফিরছে না।

প্রসঙ্গত, ২০০৪ সালে শুরু হয়েছিল ‘কফি উইথ করণ’। প্রথম অতিথি ছিলেন করণ জোহরের দুই ঘনিষ্ঠ বন্ধু শাহরুখ খান ও কাজল। এরপর এই শোয়ে সালমান খান, আমির খান, অক্ষয়-টুইঙ্কল, সইফ আলি খান থেকে শুরু করে কঙ্গনা রানাউত, প্রায় সিংহভাগ বলিউড তারকারাই অংশ নিয়েছেন। ২০২০ সালে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর করণ জোহর বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকায় শো পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন নির্মাতারা। গত ২ বছরে নতুন সিজনও আসেনি। করণ এখন ব্যস্ত তার আগামী ছবির কাজে। শেষমেষ ‘কফি উইথ করণ’-এর এই সুদীর্ঘ যাত্রাপথে ইতি টানলেন তিনি।