আজকের দিন তারিখ ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
লাইফ স্টাইল তারকাদের বাহারি মাস্ক

তারকাদের বাহারি মাস্ক


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ১৫, ২০২০ , ১২:২৯ অপরাহ্ণ | বিভাগ: লাইফ স্টাইল


দিনের শেষে ডেস্ক :  হলিউড ও বলিউড তারকারা এই করোনাকালে ফ্যাশনেবল সব মাস্ক পরেই বাইরে বের হচ্ছেন। এই যেমন এক সময়ের নামকরা টিভি সিরিজ ‘ফ্রেন্ডস’ এর অভিনেত্রী জেনিফার  অ্যানিস্টন ও কোর্টনি কক্সকে দেখা গেছে নীল রঙয়ের টাইডাই ফেস মাস্কে। জেনিফার অ্যানিস্টন কালো রঙয়ের ক্লাসিক মাস্কও পরেন।

জেনিফার  অ্যানিস্টন ও কোর্টনি কক্স

  

ক্রিস্টিন বেল
আমেরিকান টিভি সিরিজ ‘দ্য গুড প্লেস’ অভিনেত্রী ক্রিস্টেন বেলের পছন্দ ফ্লোরাল মাস্ক। জেনিফার লোপেজকে দেখা গেছে ডিসকো বল পিংক স্যিকুইন মাস্কে।হলিউড ও বলিউড স্টার প্রিয়াংকা চোপড়া সাদাকালো বুক প্রিন্ট মাস্ক পরেছিলেন। ডেনিমের মাস্কেও দেখা গেছে তাকে। অস্কারজয়ী হলিউডের আরেক স্টার শার্লিজ থেরনের পছন্দ ফ্লোরাল মাস্ক।কোর্টনি কারদাশিয়ানের পছন্দ হালকা পার্পল রঙয়ের অভিজাত মাস্ক। সংগীতশিল্পী লেডি গাগা পরেছিলেন ‘বি ইয়োরসেলফ’ মাস্ক। ভিন্ন স্টাইলের মাস্কটি পরে তিনি ছবি দেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

“>লেডি গাগা
আমেরিকান অভিনেত্রী ও সংগীতশিল্পী ম্যান্ডি মুর চমৎকার রঙ্গিন মাস্ক পরে সেলফি দেন ইন্সটাগ্রামে।

.

ম্যান্ডি মুর
বলিউড অভিনেত্রী সোনম কাপুর কালোর উপর রূপার কাজ করা ফ্যাশনেবল মাস্ক পরে সবাইকে উদ্বুদ্ধ করেন স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য।