আজকের দিন তারিখ ১লা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ১৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন তানভীর হাসানের কথায় ‘মধ্যবিত্ত’ চলচ্চিত্রে গাইলেন নোলক বাবু

তানভীর হাসানের কথায় ‘মধ্যবিত্ত’ চলচ্চিত্রে গাইলেন নোলক বাবু


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ২৭, ২০২০ , ১২:২১ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে প্রতিবেদক : তানভীর হাসান। স্বপ্ন দেখছেন একটি চলচ্চিত্রের। আর সেটি নির্মাণ করতেই দীর্ঘ সময় ধরে পরিশ্রম করে যাচ্ছেন তিনি। গতবছর জমকালো আয়োজনে মহরত’র মাধ্যমে যাত্রা শুরু হয় তার প্রথম চলচ্চিত্র ‘মধ্যবিত্ত’। ইতিমধ্যে অনেকখানি এগিয়েছেন তিনি। ছবির কিছু অংশের শুটিং। অভিনেতা-অভিনেত্রী নির্বাচন এবং গানগুলোর অডিও’র কাজ শেষ করেছেন তিনি। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন- এলিনা শাম্মী এবং রোহান। এছাড়াও হিমেল রাজ, কেয়া মনি, মাসুম আজিজ, বড়দা মিঠু, ফজলুর রহমান বাবু, আজিজুল হাকিম, শহীদুজ্জামান সেলিম, মনিরা মিঠু, আমির সিরাজী ও শবনম পারভীন প্রমুখ।

বর্তমানে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে কাজ। তারই ধারাবাহিকতায় ‘মধ্যবিত্ত’ চলচ্চিত্রে গাইলেন ক্লোজআপ তারকা নোলক বাবু। গানের শিরোনাম ‘মনের মানুষ কান্দে নারে’। তানভীর হাসানের কথায় সুর করেছেন প্লাবন কোরেশী, সংগীত পরিচালনা করেছেন রিয়েল আশিক। এমনটাই জানালেন তানভীর। বললেন, মধ্যবিত্ত ছবিটি আমার স্বপ্নের ছবি। আস্তে আস্তে করে ছবির বাকি কাজ শেষ করতেছি। ছবিটির জন্য জমি ও চারটি ক্যামেরা সেটআপ সহ বিক্রি করে দিতে হয়েছে। তবুও প্রত্যাশা স্বপ্নের ছবিটি আলোর মুখ দেখুক। প্রতিটি নির্মাতার স্বপ্ন চলচ্চিত্র নির্মাণ করবে। আমারও স্বপ্নের ছবি এটি। সিনেমাটি অসাধারণ মৌলিক একটি গল্প নিয়ে তৈরি করা হচ্ছে। আশা করি দর্শকদের বিনোদনের পাশাপাশি ভাবনার খোরাক যোগাবে। ছবিটিতে দেশপ্রেম এবং সমাজের বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা রয়েছে দর্শকদের জন্য।