তালায় ‘বন্দুকযুদ্ধে’ চরমপন্থি গুলিবিদ্ধ
পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১১, ২০১৬ , ১১:২৮ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
সাতক্ষীরা: সাতক্ষীরার তালা উপজেলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে সঞ্জিত অধিকারী (৩৫) নামে এক চরমপন্থি গুলিবিদ্ধ হয়েছেন।
শুক্রবার (১০ জুন) দিবাগত রাত দেড়টার দিকে তালা উপজেলার তেঘরিয়া এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ সঞ্জিত অধিকারী একই উপজেলার জালালপুর গ্রামের কার্তিক অধিকারীর ছেলে ও পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির সক্রিয় সদস্য।
সাতক্ষীরা জেলা পুলিশের তথ্য কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, সন্ত্রাসী ও জঙ্গির বিরুদ্ধে পরিচালিত দেশব্যাপী পুলিশের অভিযানের অংশ হিসেবে তালা থানার এসআই রইচউদ্দিনের নেতৃত্বে একটি দল খেশরা ইউনিয়নের তেঘরিয়া এলাকায় যাচ্ছিল। পথে তেঘরিয়া মোড়ে সংঘবদ্ধ একটি সন্ত্রাসী দলকে দেখতে পায় পুলিশ।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে ককটেল ছোড়ে। এতে এএসআই বাদশা আহত হন। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়লে সঞ্জিত আহত হয়। এসময় অন্যরা পালিয়ে যায়।
পরে সঞ্জিতকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
গুলিবিদ্ধ সঞ্জিত শুক্রবার (১০ জুন) ভোরে বন্দুকযুদ্ধে নিহত পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (জনযুদ্ধ) আঞ্চলিক নেতা মোজাফ্ফর সানার একান্ত সহযোগী বলে জানিয়েছেন তিনি।