আজকের দিন তারিখ ২রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ তালায় সড়ক দুর্ঘটনায় দুই স্বাস্থ্যকর্মী নিহত

তালায় সড়ক দুর্ঘটনায় দুই স্বাস্থ্যকর্মী নিহত


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ১০, ২০২০ , ১১:১১ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ


তালা (সাতক্ষীরা) প্রতিনিধি :সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটায় সড়ক দুর্ঘটনায় দুজন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে সাতক্ষীরা-খুলনা আঞ্চলিক মহাসড়কের তালার মীর্জাপুর বাজার–সংলগ্ন মহাশ্মশানের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত দুজন হলেন খুলনা আবু নাসের হাসপাতালের হিসাবরক্ষক ও খুলনার বটিয়াঘাটা উপজেলার কৃষ্ণনগর জলমা গ্রামের কে এম রোকানুজ্জান লিটু মোল্যা (৪৬) এবং একই হাসপাতালের অফিস সহকারী ও খুলনার দিঘলিয়া উপজেলার ব্রাহ্মগাতি গ্রামের এস এম শাকিব হোসেন (৩৫)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সাতক্ষীরা-খুলনা আঞ্চলিক মহাসড়কের মীর্জাপুর বাজার–সংলগ্ন মহাশ্মশানের সামনে একটি ট্রাক দাঁড় করিয়ে পরিষ্কার করা হচ্ছিল। হঠাৎ সাতক্ষীরাগামী একটি মোটরসাইকেল ট্রাকের পেছনে ধাক্কা খায়। এতে সড়কের ওপর পড়ে মোটরসাইকেলের চালক ও আরোহী দুজন ঘটনাস্থলেই মারা যান।পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ বলেন, লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তাস্তর করা হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকের সঙ্গে থাকা অন্যরা পালিয়ে গেছেন।