আজকের দিন তারিখ ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় তিতাসের ৩৫ হাজার অবৈধ আবাসিক সংযোগ বিচ্ছিন্ন

তিতাসের ৩৫ হাজার অবৈধ আবাসিক সংযোগ বিচ্ছিন্ন


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১৪, ২০১৬ , ৫:০৫ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


Gazipurকাগজ অনলাইন প্রতিবেদক:  তিতাস গ্যাস কর্তৃপক্ষ গাজীপুরে শ্রীপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রায় ২৫ কিলোমিটার গ্যাস লাইন ও প্রায় ৩৫ হাজার অবৈধ আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করেছে।
মঙ্গলবার দিনব্যাপী শ্রীপুর উপজেলার কেওয়া এলাকায় ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

গাজীপুর তিতাস গ্যাসের ব্যবস্থাপক প্রকৌশলী ছাব্বের আহমেদ চৌধুরী জানান, সকাল থেকে বিকেল পর্যন্ত শ্রীপুরের সহকারী কর্মকর্তা (ভূমি)  মো. মাসুম রেজার নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

অভিযানে কেওয়া এলাকায় অবৈধভাবে স্থাপিত ২ ইঞ্চি ব্যাসের প্রায় ১০ কিলোমিটার গ্যাস পাইপ লাইনের সংযোগস্থল থেকে অপসারণ করে সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এতে প্রায় ১৫ হাজার বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হয়।

এ ছাড়া একই এলাকায় অবৈধভাবে স্থাপিত ২ ইঞ্চি ব্যাসের প্রায় ১৫ কিলোমিটার গ্যাস পাইপ লাইনের সংযোগস্থল অপসারণ করা হয়। এতে প্রায় ২০ হাজার বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার খবর পেয়ে অবৈধ গ্যাস ব্যবহারকারীরা পালিয়ে যায়।

অভিযানকালে গাজীপুর তিতাস গ্যাসের মহাব্যবস্থাপক প্রকৌশলী এসএম আব্দুল ওয়াদুদ, ব্যবস্থাপক প্রকৌশলী ছাব্বের আহমেদ চৌধুরী, ভালুকা অঞ্চলের ব্যবস্থাপক মো. শাহাবুদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।