আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন তিন ছবির গানে মুসাফা রাসু

তিন ছবির গানে মুসাফা রাসু


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ১১, ২০২৩ , ৩:২৫ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে প্রতিবেদক : কখনো নিজের লেখা গান গাইছেন। কখনো অন্যের কথা-সুরেও দিচ্ছেন কন্ঠ। আবার কখনো অন্যের জন্য তৈরি করছেন গান। মাঝে মধ্যে অভিনয় করছেন-নাটক-সিনেমায়ও। লিখছেন- নাটকের জন্য গল্পও। তিনিই গীতিকার-সুরকার ও কন্ঠশিল্পী তৌহিদুল ইসলাম (মুসাফা রাসু)। বর্তমানে বেশ ভালো ব্যস্ত সময় পার করছেন তিনি। নিজের মৌলিক গানের পাশাপাশি কন্ঠ দিচ্ছেন সিনেমার গানেও। এরই মধ্যে সিনেমার জন্য তিনটি গানও গেয়েছেন তিনি। ছটকু আহমেদ পরিচালিত সরকারি অনুদানের সিনেমা ‘আহারে জীবন’-এ ‘মাটির মানুষ’ শিরোনামের একটি গান গেয়েছেন। এছাড়াও ‘জাল’ এবং ‘ঠিকানা’ সিনেমার জন্যও গানে কন্ঠ দিয়েছেন এই কন্ঠশিল্পী। শুধু তাই নয়- আরো বেশ কয়েকটি নতুন গান নিয়ে আসছেন। তার সুরে গান গেয়েছন- কন্ঠশিল্পী বাউল সুকুমার, রাজু মন্ডল, সাহেদ আলমসহ অনেকেই। পাশাপাশি ছোট বাচ্চারাও ইসলামিক গানে কন্ঠ দিয়েছেন তার সুরে। ছোট বেলা থেকেই গানের প্রতি দূর্বল ছিলেন তিনি। উৎসাহ দিতেন তার বাবা। বাবার সে ইচ্ছে পূরনেই এখনো কাজ করে চলেছেন। ইচ্ছে, যতদিন বেঁচে থাকবেন গান গাইবেন আর লিখবেন। সামনে আরো ভালো ভালো কাজ উপহার দিতে চান তিনি।