আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস তিন সেঞ্চুরিতে ৫০৭ রান করে সেরা ক্রিকেটার জো রুট

তিন সেঞ্চুরিতে ৫০৭ রান করে সেরা ক্রিকেটার জো রুট


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ১৪, ২০২১ , ১১:২৪ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : আগস্ট মাসের সেরা হওয়ার দৌঁড়ে ছিলেন ভারত-পাকিস্তানের দুই তারকা পেসার জসপ্রীত বুমরাহ ও শাহিন শাহ আফ্রিদি। এই দুই পেসারকে ছাড়িয়ে আগস্ট মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক জো রুট। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের মধ্যে আগস্ট মাসে প্রথম তিন টেস্টে ধারাবাহিক সেঞ্চুরি করেন জো রুট। তিন টেস্টে তিন সেঞ্চুরিতে ৫০৭ রান করেন ইংলিশ এ অধিনায়ক। এমন দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে ভারত এবং পাকিস্তানের দুই তারকা পেসার বুমরাহ ও শাহিন আফ্রিদিকে ছাড়িয়ে আগস্ট মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হন রুট। আইসিসির এই পুরস্কার প্রদানকারী প্যানেলের সদস্য জেপি ডুমিনি, পুরস্কারের জন্য জো রুট সম্পর্কে বলেন, অধিনায়ক হিসাবে প্রত্যাশা ও চাপ তো থাকেই। তা সত্ত্বেও জো রুট যেভাবে ব্যাট হাতে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, তা আমাকে প্রভাবিত করেছে।নারী ক্রিকেটারদের মধ্যে আগস্ট মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন আয়ারল্যান্ডের এইমার রিচার্ডসন।