আজকের দিন তারিখ ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব, সারাবিশ্ব লীড তুরস্কে জোড়া বোমা হামলায় নিহত ৮

তুরস্কে জোড়া বোমা হামলায় নিহত ৮


পোস্ট করেছেন: arif | প্রকাশিত হয়েছে: আগস্ট ১১, ২০১৬ , ৬:৫৯ পূর্বাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব,সারাবিশ্ব লীড


Mardidfgdfghকাগজ অনলাইন ডেস্ক: তুরস্কের দক্ষিণ‍াঞ্চলে জোড়া বোমা হামলায় আটজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে তিন শিশুসহ কমপক্ষে ৩০ জন।

বুধবার (১০ আগস্ট) এ ঘটনা ঘটে বলে স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে বৃহস্পতিবার (১১ আগস্ট) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়।
খবরে বলা হয়, দেশটির মারদিন প্রদেশে হাসপাতালের পাশে একটি পুলিশের ভ্যান লক্ষ্য করে বোমা বিস্ফোরণে অন্তত তিনজন নিহত হয়েছেন। একই সময় দিয়ারবাকির শহরে কার বোমা হামলায় পাঁচজন নিহত হন।
এই হামলার জন্য কেউ দায় স্বীকার করেনি। তবে কুর্দি জঙ্গি গোষ্ঠীকে দায়ী করা হচ্ছে।
এরআগে গত জুন মাসে তুরস্কের রাজধানী ইস্তাম্বুলের আতাতুর্ক বিমানবন্দরে সন্ত্রাসী হামলায় কমপক্ষে ৪২ জন নিহত হন।