আজকের দিন তারিখ ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব তুরস্কে ১৩ হাজার বছর আগে ছুরিতে ব্যবহৃত পাথর খণ্ডের সন্ধান

তুরস্কে ১৩ হাজার বছর আগে ছুরিতে ব্যবহৃত পাথর খণ্ডের সন্ধান


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ১৩, ২০২১ , ২:৪১ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : আনাতোলিয়ান অঞ্চলে। ব্লাক সি প্রদেশের একটি গুহা থেকে উদ্ধার করা হয়েছে এই পাথর খণ্ডটি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। এতে আরো বলা হয়, আনাতোলিয়ান অঞ্চলে সবচেয়ে প্রাচীন বাণিজ্যিক বন্দর নগরীগুলোর অন্যতম এই শহর। কারাডেনিজ টেকনিক্যাল ইউনিভার্সিটির নৃতত্ত্ব বিভাগের শিক্ষাবিদরা ২০১৮ সালে ট্রাবজোন অঞ্চলে ভূপৃষ্ঠে অনুসন্ধান প্রকল্পের সূচনা করেন। এসব শিক্ষাবিদ প্রোটোহিস্টরি অ্যান্ড নিয়ার ইস্টার্ন আর্কিওলজির ওপর বিশেষজ্ঞ। প্রকল্পের অংশ হিসেবে ডুজকোয় জেলার কোকারলি এলাকায় একটি গুহার ভিতর ছোট আকারের ১০৩টি খণ্ড পান তারা। ওই এলাকাটি গুহা এবং পাথরের জন্য বিখ্যাত।
এর মধ্যে সাতটি খণ্ড নিয়ে পরীক্ষা করেছেন নৃবিজ্ঞানীরা। প্রথম পরীক্ষায় তারা নিশ্চিত হন যে, পাথরের এই খণ্ডগুলো ১৩০০০ বছর আগের। এগুলো ছুরিতে ব্যবহার করা হয়েছিল এবং ওই অঞ্চলে যেসব মানুষ বসবাস করতেন তাদেরই পরিত্যক্ত জিনিসপত্র এসব। শিক্ষাবিদ হুলিয়া ক্যালিস্কান আকগুল বলেছেন, প্রাথমিক বিশ্লেষণে ইঙ্গিত মিলছে যে, এসব জিনিস ব্যবহৃত হয়েছিল আইস এইজ বা বরফ যুগের শেষে। তিনি বলেন, মানুষ পাথরকে যখন হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিল, তা আমরা প্রথম এই গুহায় খুঁজে পেয়েছি। এরপরই আমরা ট্রাবজোন অঞ্চলে এই গুহায় প্রাচীনকালে কি ধরনের মানুষ বাস করতেন তাদের বিষয়ে প্রামাণ্য ডকুমেন্ট ধারণ করার চেষ্টা করছি। তিনি আরো জোর দিয়ে বলেন, এসব পাথরের হাতিয়ারের খণ্ডবিশেষ বলে যে, এগুলো একরকম জ্বলজ্বলে আগ্নেয়শিলা এবং চকমকে পাথর হতে পারে, যার উৎস ক্যাপাডোসিয়া এবং ককেশাস অঞ্চল। তার ভাষায়, এই গুহা আমাদেরকে উদ্বেলিত করেছে। কারণ, এখান থেকে এমন অনেক তথ্য আবিষ্কার করা হয়েছে যা শুধু ট্রাবজোনের মহান অবদানের কথাই তুলে ধরবে না, একই সঙ্গে তা আনাতোলিয়ান নৃতত্ত্বকেও প্রতিষ্ঠিত করবে। এখন পর্যন্ত এ অঞ্চলে এত প্রাচীন নৃ-সম্পদ পাওয়া যায়নি।