আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প: মৃতের সংখ্যা ১৪০০ ছাড়িয়েছে

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প: মৃতের সংখ্যা ১৪০০ ছাড়িয়েছে


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ৬, ২০২৩ , ৬:৩৮ অপরাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


দিনের শেষে ডেস্ক : তুরস্ক ও সিরিয়ায় আঘাত হানা ৭.৮ মাত্রার ভূমিকম্পে সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এরইমধ্যে ৯১২ জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। তুর্কি প্রেসিডেন্ট জানিয়েছেন, আরও পাঁচ হাজার ৩৮৩ জন আহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে, এমন শঙ্কা করছেন বলেই আপাতত জানিয়েছেন এরদোগান। তবে বিশ্বের বিভিন্ন গণমাধ্যম নিজস্ব সোর্সের বরাতে পরিস্থিতি বর্ণনা করে জানাচ্ছে মৃতের সংখ্যা অনুমানের চেয়ে অনেক বেশি হতে পারে। আর যুক্তরাষ্ট্রভিতত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভাটরি ফর হিউমান রাইটস জানিয়েছে, সিরিয়ায় এখন পর্যন্ত ৫৬০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়াও আহত হয়েছে এক হাজারের বেশি মানুষ। পরিস্থিতি নিয়ে আলোচনা করতে জরুরি বৈঠক ডেকেছেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। সবমিলিয়ে এই প্রতিবেদন লেখা পর্যন্ত তুরস্ক ও সিরিয়ায় মৃতের সংখ্যা ১৩শ’ ছাড়িয়েছে। সূত্র: বিবিসি, আল জাজিরা