আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন তৃণমূলের প্রচারে অংশ নিলেন শ্রাবন্তী

তৃণমূলের প্রচারে অংশ নিলেন শ্রাবন্তী


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ২৪, ২০২২ , ২:৫৫ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক : একুশের বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী। আট মাস পর বিজেপি ছাড়ার ঘোষণা দেন তিনি। এবার তাকে দেখা গেছে তৃণমূল কংগ্রেসের প্রচারমঞ্চে। বহরমপুর পৌরসভার ভোটে তৃণমূলের হয়ে প্রচারে অংশ নিয়েছেন শ্রাবন্তী।

গতকাল বুধবার বিকেল থেকে বহরমপুর পৌরসভার ৭, ১৪, ১৫, ২৫, ২৮-সহ বিভিন্ন ওয়ার্ডে তৃণমূল প্রার্থীদের ভোট প্রচারে যোগ দেন শ্রাবন্তী। পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী নাড়ুগোপাল মুখোপাধ্যায়, ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমুল প্রার্থী সুব্রত দাস এবং ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী রিতা হালদারের ভোট প্রচারে অংশ নেন।

তৃণমূলের প্রচারে অংশ নিয়ে শ্রাবন্তী বলেন, ‘বহরমপুরে প্রথম প্রচারে এসে খুব ভাল লাগছে, ব্যাপক উন্মাদনা দেখা যাচ্ছে শহরের মানুষের মধ্যে।’ পাশাপাশি আগামী ২৭ ফেব্রুয়ারি তৃণমূল প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান তিনি।