আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস তৃতীয় উইকেট জুটিতে রেকর্ড

তৃতীয় উইকেট জুটিতে রেকর্ড


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ২২, ২০২১ , ১:১১ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সেঞ্চুরি করলেন মুমিনুল হক। পাল্লেকেলেতে প্রথম টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনেই নিজের ১১তম টেস্ট সেঞ্চুরিটি আদায় করে নিলেন বাংলাদেশ অধিনায়ক। দেশের বাইরে এটি মুমিনুলের প্রথম টেস্ট সেঞ্চুরি। তার সঙ্গে থাকা নাজমুল হোসেন শান্তও তার ক্যারিয়ারে প্রথমবারের মতো ১৫০ রানের মাইলফলক অতিক্রম করলেন।
দুইজনের দৃঢ় ব্যাটিংয়ে একের পর এক রেকর্ড সৃষ্টি হচ্ছে। তাদের জুটিতে এখন পর্যন্ত রান উঠেছে ২২৬ রান। তৃতীয় উইকেটে যা বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ জুটি। তৃতীয় উইকেটে সর্বোচ্চ জুটির রেকর্ডটি এই শ্রীলংকার বিপক্ষেই ২৩৬ রানের। মজার বিষয় হচ্ছে সেখানেও আছে মুমিনুল হকের নাম। ২০১৮ সালে চট্টগ্রামে মুশফিকুর রহিমকে নিয়ে সেই রেকর্ডটি গড়েছিলেন তিনি।
শান্ত-মুমিনুলের রেকর্ড জুটির সুবাদে লাঞ্চ বিরতি পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ গিয়ে দাড়িয়েছে ৩৭৮ রান ২ উইকেটের বিনিময়ে। শান্ত অপরাজিত আছেন ১৫৫ রানে। এসমইয় তিনি ৩৬০টি বল খেলেছেন। অপর প্রান্তে ২৪৬ বলে ১০৭ করে অপরাজিত আছেন মুমিনুল।