তৃতীয় দিনেও খাবার বিতরণ করছেন খালেদা
পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১, ২০১৬ , ১:০৯ অপরাহ্ণ | বিভাগ: রাজনীতি
অনলাইন প্রতিবেদক : বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে তৃতীয় ও শেষদিনের মতো রাজধানীতে দুস্থদের মাঝে খাবার বিতরণ করছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া।
বুধবার বেলা ১২টায় রাজধানীর মহাখালী থেকে খাবার বিতরণ কর্মসূচি শুরু করেন তিনি।
এরপর শাহীনবাগ, আরজতপাড়া, এফডিসি গেইট, সাতরাস্তা, নাবিস্কো, রামপুরার আল আমিন মার্কেটের সামনে, মধ্যবাড্ডার মোল্লাপাড়া, নতুন বাজার, মিরপুর বুদ্ধিজীবী শহীদ মিনার, শাহ আলী মাজার, ন্যাশনাল বাংলা স্কুল (মিরপুর-২), অনিক প্লাজা (পল্লবী), শেওড়াপাড়া বাসস্ট্যান্ড, খিলক্ষেত নিকুঞ্জ, আমির কমপ্লেক্স,দক্ষিণখানসহ প্রায় ১৪টি স্থানে দুস্থদের মাঝে খাবার বিতরণ করবেন খালেদা জিয়া।
খালেদা জিয়ার গাড়ি বহরে আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস, ঢাকা সিটি করপোরেশন (উত্তর) গত নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী তাবিথ আওয়ালসহ বিএনপি ও অঙ্গদলের নেতাকর্মীরা।
গত সোমবার (৩০ মে) রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে মানিক মিয়া এভিনিউয়ের টিঅ্যান্ডটি মাঠ থেকে খাবার বিতরণ কর্মসূচি শুরু করেন খালেদা জিয়া।
ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে প্রথমদিন রাজধানীর ত্রিশটি স্পটে দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন তিনি। বাংলামোটর এলাকায় খাবার বিতরণের মধ্য দিয়ে প্রথম দিনের কর্মসূচি শেষ করেন বেগম জিয়া।
মঙ্গলবার দুপুর ১টার দিকে খিলগাঁও জোড়পুকুর মাঠ থেকে দ্বিতীয় দিনের কর্মসূচি শুরু করেন বিএনপির চেয়ারপারসন। ওই রাজধানীর নয়টি স্পটে দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন তিনি। বিকেল ৩টায় শ্যামপুর ঈদগাহ মাঠে (লাল মসজিদ) খাবার বিতরণের মধ্য দিয়ে দ্বিতীয় দিনের কর্মসূচি শেষ করেন খালেদা জিয়া।