আজকের দিন তারিখ ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন তৃপ্তি দাম বাড়ালেন দ্বিগুণ

তৃপ্তি দাম বাড়ালেন দ্বিগুণ


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ১৩, ২০২৪ , ৫:১৭ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক : বলিউডের জনপ্রিয় সিনেমা ফ্যাঞ্চাইজি ‘ভুল ভুলাইয়া’। নির্মিত হতে যাচ্ছে সিনেমাটির তৃতীয় পার্ট। আনিস আজমি পরিচালিত এ সিনেমায় কার্তিকের বিপরীতে অভিনয় করবেন তৃপ্তি দিমরি। কিন্তু ‘অ্যানিমেল’ সিনেমার সাফল্যের পর এ অভিনেত্রী তার পারিশ্রমিক দ্বিগুণ করেছেন। বলিউড লাইফ ডটকমের তথ্য অনুসারে, সন্দীপ রেড্ডি ভাঙা নির্মিত ‘অ্যানিমেল’ সিনেমার জন্য তৃপ্তি ৪০ লাখ রুপি পারিশ্রমিক নিয়েছিলেন। এ সিনেমার সাফল্যের পর পারিশ্রমিক দ্বিগুণ করেছেন এই অভিনেত্রী। অর্থাৎ ‘ভুল ভুলাইয়া থ্রি’ সিনেমার জন্য ৮০ লাখ রুপি পারিশ্রমিক নিচ্ছেন তৃপ্তি।

 

তৃপ্তি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘অ্যানিমেল’। গত ১ ডিসেম্বর মুক্তি পায় এ সিনেমা। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর। সিনেমাটি মুক্তির পরই ফাঁস হয় তৃপ্তি-রণবীর কাপুরের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ক্লিপ। এ দৃশ্যে তৃপ্তিকে প্রায় নগ্ন অবস্থায় দেখা যায়; যা নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ার পর হইচই পড়ে যায়।