আজকের দিন তারিখ ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব, সারাবিশ্ব লীড ত্রিপুরায় ভারত-বাংলাদেশ মৈত্রী সেতু নির্মাণে বরাদ্দ ২শ’ কোটি রুপি

ত্রিপুরায় ভারত-বাংলাদেশ মৈত্রী সেতু নির্মাণে বরাদ্দ ২শ’ কোটি রুপি


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১১, ২০১৬ , ২:১১ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব,সারাবিশ্ব লীড


Sudip2অনলাইন আন্তর্জাতিক ডেস্ক: ত্রিপুরার দক্ষিণ জেলার সাব্রুমের ফেনী নদীর ওপর ভারত-বাংলাদেশের মধ্যে মৈত্রী সেতু নির্মাণে ২শ’ কোটি রুপি বরাদ্দ রেখেছে ভারত সরকারের হাইওয়ে মন্ত্রণালয়।

শনিবার (১১ জুন) ত্রিপুরা সরকারের পূর্ত দফতরের জাতীয় সড়ক বিভাগের মুখ্য কর্মকর্তা দীপক দাস সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, ফেনী নদীর ওপর দিয়ে মৈত্রী সেতু নির্মাণের জন্য ডিটেল প্রোজেক্ট রিপোর্ট-ডিপিআর তৈরি করা হচ্ছে। এজন্য ত্রিপুরা সরকারের পূর্ত দফতরের একটি বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ারদের দল সোমবার (১৩ জুন) দিল্লি যাচ্ছেন। তারা ভারত সরকারের হাইওয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে সেতুর চূড়ান্ত প্রকল্পের প্রতিবেদনের বিষয়ে কথা বলবেন।

সেতু তৈরির সব অর্থ দেবে ভারত সরকার। মূল সেতু থেকে বাংলাদেশের দিকে ১ কিলোমিটার রাস্তা তৈরি করা হবে। ভারত সরকারের অর্থায়নে যা করবে বাংলাদেশ সরকার।

নির্মাণ কাজ শুরুর আড়াই বছরের মধ্যে তা সম্পন্ন করা হবে বলেও জানা গেছে।