আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব থাইল্যান্ডে চুরি করতে গিয়ে ঘুমিয়ে গেলেন চোর: অতপর…

থাইল্যান্ডে চুরি করতে গিয়ে ঘুমিয়ে গেলেন চোর: অতপর…


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ২৮, ২০২১ , ১২:২২ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : পুলিশ কর্মকর্তার বাড়িতে চুরি করতে গিয়েছিলেন। সেই বাড়িতে চুরির আগে ঘুমিয়ে যান চোর। এরপর সকালে চোরকে ঘুম থেকে ডেকে তুলেন ওই বাড়ির মালিক পুলিশ কর্মকর্তা। থাইল্যান্ডে ঘটেছে এই ঘটনা।
দেশটির ফেচাবুন এলাকায় রাত ২টা নাগাদ তিনি ওই পুলিশ কর্মকর্তার বাড়িতেই ডাকাতির উদ্দেশ্যে প্রবেশ করেন। কিন্তু তিনি বাড়ির একটি রুমে এসি চালিয়ে শীতল হাওয়ায় ঘুমিয়ে পড়েন। ওই রুমটি ছিল পুলিশ কর্মকর্তার মেয়ের। ওই রাতে মেয়ে বাড়িতে ছিলেন না। সকালে উঠে মেয়ের রুমের এসি অন দেখে অবাক হন ওই কর্মকর্তা। এরপর ঘরে প্রবেশ করে লেপ তুলতেই ধরা পড়েন চোর। ঘুম থেকে জোরে ডেকে তুলতেই কিছুক্ষণের জন্য স্তম্ভিত হন চোর। তারপর তার হাতে হাতকড়া ঝোলান ওই পুলিশ কর্মকর্তা।