আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব দক্ষিণ আফ্রিকায় দাঙ্গায় মৃত্যু বেড়ে ১১৭

দক্ষিণ আফ্রিকায় দাঙ্গায় মৃত্যু বেড়ে ১১৭


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ১৬, ২০২১ , ১২:২৮ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক :  দক্ষিণ আফ্রিকায় চলমান দাঙ্গা-সহিংসতায় মৃতের সংখ্যা বেড়ে ১১৭-এ পৌঁছেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশব্যাপী ২০ হাজারের বেশি সেনা মোতায়েন করা হয়েছে। এ সেনারা পুলিশের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করছেন। শুক্রবার আল জাজিরা এ খবর জানিয়েছে। সাবেক প্রেসিডেন্ট জেকব জুমার কারাদণ্ডের প্রেক্ষাপটে এ দাঙ্গা শুরু হয়। তার সমর্থকরা বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। সেই সঙ্গে বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। দোকানপাট লুটসহ শুরু হয় চরম অস্থিতিশীলতা।

এ অবস্থায় বৃহস্পতিবার সেনা বাহিনীর সদস্যদের মাঠে নামানো হয়। দাঙ্গায় উস্কানি দেওয়ার অভিযোগে এ পর্যন্ত ২ হাজার ২০০ জনকে আটক করা হয়েছে। দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জেকব জুমার আত্মসমর্পন ও কারাবাসের জেরে গত শুক্রবার থেকে দেশটির বিভিন্ন অঞ্চলে এ দাঙ্গা-সহিংসতা ছড়িয়ে পড়ে। তার সমর্থকরা মনে করেন, রাজনৈতিক কারণে জুমাকে গ্রেপ্তার ও কারাগারে পাঠানো হয়েছে। জুমার বিরুদ্ধে অভিযোগ, ক্ষমতায় থাকাকালে তিনি আদালত অবমাননা করেছেন।