আজকের দিন তারিখ ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
প্রবাসে বাংলা দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ী খুন

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ী খুন


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ২৩, ২০২০ , ১১:২৮ পূর্বাহ্ণ | বিভাগ: প্রবাসে বাংলা


দিনের শেষে প্রতিবেদক :  দক্ষিণ আফ্রিকার পুমালাঙ্গা প্রদেশের এয়ারমেলো নামক এলাকায় মালাউই কর্মচারীর হাতে খুন হয়েছেন প্রবাসী বাংলাদেশি দোকান মালিক মো. রিপন। সেখানকার স্থানীয় বাংলাদেশি ব্যবসায়ীরা জানান, সোমবার (২১ সেপ্টেম্বর) দিনের বেলায় দোকান বন্ধ এবং রিপনের কোনো সাড়াশব্দ না পেয়ে সন্দেহ হয়। পরে দোকানের ভেতর গিয়ে রক্তাক্ত অবস্থায় মরদেহ পান। ব্যবসায়ীদের ধারণা, গভীর রাতে দোকানে ঘুমন্ত অবস্থায় রিপনকে তার কর্মচারী মালাউই নাগরিক ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে। নগদ টাকা-পয়সা নিয়ে পালিয়ে গেছেন সেই কর্মচারী। নিহত মো. রিপনের দেশে বাড়ি ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার রাধানগর এলাকায়।

রিপনের দোকানে কাজ করত পূর্ব পরিচিত আরও এক মালাউই নাগরিক। আরেকজন মালাউই নাগরিক ঘুরতে আসে। ওই দুজনের যোগসাজশে রিপনকে ঘুমন্ত অবস্থায় খুন করে তার টাকা-পয়সা লুট করে পালিয়েছে বলে জানা গেছে। এ ঘটনা সম্পর্কে স্থানীয় পুলিশকে অবহিত করা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।