আজকের দিন তারিখ ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
প্রবাসে বাংলা দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ৬, ২০২০ , ৫:০২ পূর্বাহ্ণ | বিভাগ: প্রবাসে বাংলা


দিনের শেষে ডেস্ক :  দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। রোববার বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টার দিকে দক্ষিণ আফ্রিকার ন্যাশনাল হাইওয়ে (এন-৬) রোডে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মহসিন রাজা সুমন মিয়া (২৮) ও আবদুল মান্নান (২৯)।

নিহত সুমন হাজীগঞ্জ উপজেলার ৯ নম্বর গন্ধর্ব্যপুর (উ.) ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের মিয়াবাড়ির কারি মুখলেসুর রহমানের ছেলে। তিনি পেশায় ব্যবসায়ী। আরেকজন বাংলাদেশি হলেন, আবদুল মান্নান।

জানা যায়, সুমন তার বন্ধু মান্নানসহ তিনজন সাউথ আফ্রিকার কুইন্স টাউন থেকে ব্লুম ফমফন্টেইন শহরে আসছিলেন। এ সময় পথে ন্যাশনাল হাইওয়ে (এন-৬) রোডে দুটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। এ ঘটনায় আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন।