আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব দক্ষিণ কোরিয়ায় বাসের ওপর ভবন ধসে নিহত ৯

দক্ষিণ কোরিয়ায় বাসের ওপর ভবন ধসে নিহত ৯


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ১০, ২০২১ , ২:৫২ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : দক্ষিণ কোরিয়ায় একটি বাসের ওপর বহুতল একটি ভবন ধসে পড়ার ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৮ জন। বুধবার দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর গুয়াংজুতে এই দুর্ঘটনা ঘটে। দক্ষিণ কোরিয়ার দমকল সংস্থা জানিয়েছে, বাসে মোট ১৭ জন আরোহী ছিল। এটি একটি রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। সে সময়ই ভবনটি ধসে পড়ে। তবে কী কারণে ভবন ধসে পড়েছে তা এখনো পরিষ্কার নয়।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, রাস্তায় থেমে থাকা বাসের ওপর হঠাৎ করেই একটি বহুতল ভবন ধসে পড়ে। ওই ভবনের পাশের রাস্তায় দোকান চালান ইয়াং ইক জে। তিনি বলেন, আমার মনে হচ্ছিল পৃথিবী কাঁপছে।