আজকের দিন তারিখ ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ দক্ষিণ সুনামগঞ্জে ভগ্নীপতির হাতে শ্যালক খুন

দক্ষিণ সুনামগঞ্জে ভগ্নীপতির হাতে শ্যালক খুন


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ২৬, ২০২১ , ১১:৫১ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ


সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় বোনকে বাঁচাতে গিয়ে ভগ্নীপতির হাতে প্রাণ গেল দিপু বিশ্বাস (৩৫) নামে এক যুবকের।
বৃহস্পতিবার রাতে উপজেলার জয়কলস ইউনিয়নের জয়কলস গ্রামে (নমশুদ্রপাড়া) এ ঘটনা ঘটে। পুলিশ ঘাতক রনু বিশ্বাসকে (৩৫) আটক করেছে । তিনি পেশায় ঝালমুড়ি বিক্রেতা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঘাতক রনু বিশ্বাস প্রায়ই স্ত্রীর সঙ্গে ঝগড়া-বিবাদ ও মারধর করতো।বৃহস্পতিবার রাতে বোনের বাড়িতে আসে দিপু বিশ্বাস এবং তাদের সমস্যা সমাধান করার চেষ্টা করলে এক পর্যায়ে বাকবিতণ্ডা সৃষ্টি হয়।
এতে ভগ্নীপতি রানু বিশ্বাস ক্ষেপে গিয়ে ঝালমুড়ি বিক্রিতে ব্যবহার করা ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করে দিপু বিশ্বাস।পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘাতককে আটক করা হয়।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি কাজী মোক্তাদির হোসেন দিনের শেষে প্রতিনিধিকে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং ঘাতক রনু বিশ্বাসকে আটক করা হয়েছে।