আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব দখলকৃত অঞ্চলগুলোয় শরিয়াহ শাসন চালু করল তালেবান

দখলকৃত অঞ্চলগুলোয় শরিয়াহ শাসন চালু করল তালেবান


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ৪, ২০২১ , ১:১১ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : আফগানিস্তানে দখল করা অঞ্চলগুলোতে নতুন আইন চালু করেছে তালেবান। দেশটির সংবাদমাধ্যম আরিয়ানা নিউজের খবরে এ তথ্য উঠে এসেছে।
খবরে বলা হয়েছে, উত্তর-পূর্ব প্রদেশবৃহস্পতিবার থেকে নতুন আইন চালু করেছে তালেনবার। আফগান পুরুষদের দাড়ি রাখতে, নারীদের পুরুষ অভিভাবক ব্যতীত বাড়ির বাইরে যাওয়ায় নিষেধাজ্ঞা এবং বিয়ের দেনমোহর ও যৌতুক সংক্রান্ত বিধিনিষেধ জারি করা হয়েছে। এ ধরনের বিধিবিধান জারির মাধ্যমে ৯০ দশকের শরিয়াহ শাসনের দিকেই প্রত্যাবর্তন করছে তালেবান। ওই সময় শাস্তি হিসেবে পাথর ছুঁড়ে মৃত্যুদণ্ড কার্যকর, চুরির দায়ে হাত কেটে দেওয়ার বিধান ছিল।