দরিদ্রদের পাশে দাঁড়াতে বিত্তবানদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ১৪, ২০২০ , ৬:৫৪ পূর্বাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////
দিনের শেষে প্রতিবেদক : করোনা দুর্যোগ মোকাবেলায় দিনমজুর-অসহায়দের পাশে বিত্তবানদের আরও বেশি সাহায্য করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১৪ মে) গণভবন থেকে ভিডিও কনফারেন্সে করোনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নগদ অর্থ সহায়তা প্রদানের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন। তিনি আরো বলেন, আশেপাশের দরিদ্র মানুষের সাহায্য করুন। তাদের পাশে দাঁড়ান। প্রধানমন্ত্রী বলেন, করোনার কারণে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হয়েছে, আমদানি-রফতানি সীমিত হয়ে পড়েছে। তাই এক ইঞ্চি জমি অনাবাদি রাখা যাবে না। ফসল ফলাতে হবে। ভিডিও কনফারেন্স এর সঙ্গে যুক্ত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়সহ ৬৪ জেলা প্রশাসন। প্রধানমন্ত্রী বলেন, আমরা মুজিব বর্ষকে ঘিরে অনেক পরিকল্পনা করেছি। কিন্তু অদৃশ্য শক্তি করোনার কারণে আমাদেরকে সেটা বন্ধ রাখতে হয়েছে। দেশটা এগিয়ে যাচ্ছিল। আমাদের লক্ষ্য ছিল এ বছরের মধ্যে দারিদ্র্য সীমা আরো কমানোর।