দলে ফিরেই সাফল্য পেলেন সাকিব
পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ৪, ২০২১ , ১২:০৭ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস
দিনের শেষে ডেস্ক : চলতি আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে প্রথম তিন ম্যাচে সুযোগ পান সাকিব আল হাসান। সেই তিন ম্যাচে প্রত্যাশিত পারফরম্যান্স করতে না পারায় দল থেকে বাদ পড়েন বাংলাদেশ দলের সাবেক এ অধিনায়ক। টানা নয় ম্যাচে সাইড বেঞ্চে বসে থাকার পর অবশেষে কেকেআরের একাদশে সুযোগ পেলেন সাকিব। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে একাদশে ফেরানো হলো বাংলাদেশ সেরা এ অলরাউন্ডারকে। দীর্ঘদিন বসে থাকার পর একাদশে ফিরে সুযোগ কাজে লাগান সাকিব। এদিন নিজের প্রথম ৩ ওভারে ১০ রানে এক উইকেট শিকার করা সাকিব নিজের শেষ ওভারে দেন ১০ রান। আভিস্কা শর্মাকে আউট করার পাশাপাশি হায়দরাবাদের অধিনায়ক কেন উইলিয়ামসনকে রান আউট করেন সাকিব। চলতি আইপিএল থেকে আগেই বিদায় নিশ্চিত হয়ে গেছে হায়দরাবাদের। নিয়ম রক্ষার ম্যাচে অংশ নিচ্ছে তারা। তবে প্লে অফের দৌড়ে ভালোভাবেই টিকে আছে বলিউড সুপারস্টার শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজিটি। গ্রুপ পর্বে নিজেদের শেষ দুই খেলায় জিতলে নিশ্চিত শেষ চারে উঠে যাবে কেকেআর। এমন কঠিন সমীকরণের ম্যাচে কেন উইলিয়ামসনের নেতৃত্বাধীন হায়দরাবাদের মুখোমুখি কেকেআর। কলকাতা নাইট রাইডার্স: শুভমান গিল, বেঙ্কটেশ আইয়ার, রাহুল ত্রিপাটি, নীতিশ রানা, ইয়ন মরগান (অধিনায়ক), দীনেশ কার্তিক, সাকিব আল হাসান, সুনীল নারিন, টিম সাউদি, শিবম মাভি ও বরুণ চক্রবর্তী।