আজকের দিন তারিখ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় দাবায় নতুন কমিটি, সভাপতি বেনজীর আহমেদ

দাবায় নতুন কমিটি, সভাপতি বেনজীর আহমেদ


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ৫, ২০২০ , ৫:১৮ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়


দিনের শেষে প্রতিবেদক :   চলতি মাসের ১৪ জুন শেষ হবে দাবা ফেডারেশনের বর্তমান কমিটির মেয়াদ। এর আগেই বর্তমান সভাপতি বেনজির আহমেদকে সভাপতি রেখে দাবা ফেডারেশন একটি কমিটি গঠন করে মন্ত্রণালয়ে জমা দিয়েছে। নতুন কমিটিতে পুরানোরাই আছেন, এক দুই জন বাদ পড়েছেন। বর্তমান সভাপতি বেনজির আহদেমকে সভাপতি রেখে নতুন নির্বাচন না হওয়া পর্যন্ত প্রস্তাবিত নতুন কমিটি দাবার কার্যক্রম পরিচালনা করবে।

সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম এই পদেই থাকছেন। তিনি জানিয়েছেন চার বছরের মেয়াদ শেষ হবে জুনে। আমরা তিন মাস আগে জেলাগুলোকে চিঠি দিয়েছিলাম নির্বাচনের বিষয়ে। বর্তমান পরিস্থিতিতে নির্বাচনের প্রক্রিয়াগুলো কতো দূর এগিয়ে ছিল সব কিছুই জানিয়েছি মন্ত্রণালয়কে।’ করোনা ভাইরাসের কারণে লকডাউন চলছে। এই পরিস্থিতিতেও অনলাইনে দাবা খেলার কার্যক্রম চলছে। ফেডারেশনেরও কার্যক্রম রয়েছে। গতি সচল রাখতে কর্মকর্তারা বসে একটা সিদ্ধান্ত নিতে হয়েছে। সাধারণ সম্পাদক শামীম বলেন, ‘পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত ২৫ সদস্যের প্রস্তাবিত কমিটি অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে।’

বেনজীর আহমেদ ডিএমপির কমিশনার থাকাকালীন দাবা ফেডারেশনের সভাপতি হন। এখন পুলিশের আইজিপির দায়িত্ব গ্রহণ করছেন তিনি। আইজিপিরা কাবাডি ফেডারেশনের সভাপতির দায়িত্বও পালন করেন।

শাহাবুদ্দিন শামীম জানিয়েছেন, আমাদের সভাপতি বেনজীর আহমেদ দাবার দায়িত্ব পালন না করলে দাবার ক্ষতি হবে। কারণ তিনি একই সঙ্গে সাউথ এশিয়ান চেস কাউন্সিলের সভাপতি নির্বাচিত হয়েছেন চার বছরের জন্য। তার হাতে অনেক দায়িত্ব। বাংলাদেশের দাবার উন্নয়নে কাজ করার সুযোগ নষ্ট হবে যদি তিনি দাবা ছেড়ে দেন। মন্ত্রণালয়ের অনুমতির জন্য একটা প্রস্তাবনা দেওয়া হয়েছে। বেনজীর আহমেদকে কাবাডি ফেডারেশনের সভাপতি করা হলেও একই সঙ্গে দাবা ফেডারেশনেরও দায়িত্ব দেওয়া হয়।’