আজকের দিন তারিখ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ দামুড়হুদায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

দামুড়হুদায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৫, ২০১৬ , ১:২৫ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


Chuadangচুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাজীম হোসেন (০৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (৫ জুন) সকাল ১০টার দিকে উপজেলার দর্শনা পৌর এলাকার জয়নগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। শাজীম হোসেন জয়নগর গ্রামের কামাল হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শিশু শাজীম বাড়িতে রাখা ব্যাটারিচালিত অটোভ্যানের বৈদ্যুতিক তারে হাত দিলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন।

এ অবস্থায় প্রথমে তাকে স্থানীয় ক্লিনিকে ও পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দর্শনা পৌরসভার জয়নগর গ্রামের (৮নং ওয়ার্ড) কাউন্সিলর চান্দু মাস্টার এ তথ্য নিশ্চিত করেছেন।