আজকের দিন তারিখ ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় দাম বাড়ালে দোকানিরা ছাড় পাবে না

দাম বাড়ালে দোকানিরা ছাড় পাবে না


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১৫, ২০১৬ , ৫:৫৫ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


1কাগজ অনলাইন প্রতিবেদক: রমজান মাসে খাদ্যে ভেজাল কিংবা সিটি করপোরেনের নির্ধারিত মূল্য তালিকা অমান্য করে দ্রব্যমূল্যের দাম বাড়ালে দোকানিদের কোনোরকম ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। তিনি বলেন, ‘আমরা বাজার নিয়ন্ত্রণের জন্য নিয়মিত মনিটরিং ব্যবস্থা চালু রেখেছি। ৭টি টিম মাঠে রয়েছে। কেউ আইন না মানলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’

বুধবার (১৫ জুন) দুপুর ২টায় রাজধানীর কাপ্তান বাজার এলাকা পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন মেয়র।

সাঈদ খোকন বলেন, ‘আমরা যথাযথভাবে মনিটরিং করে যাচ্ছি। কিছু কিছু দ্রব্যমূল্যে ১০-২০ টাকা এদিক সেদিক হচ্ছে। এটি সহনীয় পর্যায়ে আছে। মনিটরিং ব্যবস্থা চালু না রাখলে বাজার লাগামহীন হয়ে পড়তো। তাই আমাদের ৭টি টিম মাঠে কাজ করছে। যেখানেই ব্যত্যয় ঘটছে সেখানেই জরিমানা করা হচ্ছে।’

গুলিস্তানসহ রাজধানীর ফুটপাত দখল বিষয়ে মেয়র বলেন, ‘ফুটপাতে জনসাধারণের চলাচলের জায়গা রেখে হকার্স বসতে দেয়া হচ্ছে। পুনর্বাসনের ব্যবস্থা করে তাদেরকে ফুটপাত থেকে উঠিয়ে দেয়া হবে। আমি হকার্সদের বলে দিয়েছি তারা যাতে কাউকে কোনো চাঁদা না দেয়।’

শান্তিনগরের জলাবদ্ধতার বিষয়ে মেয়র বলেন, ‘ফ্লাইওভার নির্মাণের কারণে সেখানে একটু সমস্যা হচ্ছে। এর পরও আমরা ঘোষণা দিয়েছি শান্তিনগরের জলাবদ্ধতা ৫০ ভাগ কমবে এবং ঘোষণানুযায়ী কমছেও।’