দিঘীর নয়, বিয়ে প্রিয়ন্তীর
পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ৫, ২০২৪ , ৫:০৪ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন
দিনের শেষে প্রতিবেদক : সম্প্রতি অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির বিয়ের গুঞ্জন উঠেছিল। তার সামাজিক যোগাযোগমাধ্যমের একটি পোস্ট ঘিরেই এমন কথা ছড়িয়ে পড়ে শোবিজ অঙ্গনে।
অভিনেত্রীর দেওয়া পোস্টে দেখা যায়, দীঘির অনামিকায় একটি আংটি। মেহেদী রাঙানো হাত। আর হাতের নিচে বিয়ের কার্ড! ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘অপেক্ষা করতে পারছি না আর…! সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ।’
এই পোস্ট ঘিরে নেটদুনিয়ায় রীতিমতো তোলপাড় চলে। যদিও নানা নাটকীয়তার পর ওটিটি প্ল্যাটফর্ম চরকির ফেসবুক পেজে একটি পোস্টকে ঘিরে সবকিছুই পরিষ্কার হয়ে যায়।
পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, ‘কী আসছে? কবে আসছে? যা-ই আসুক, যখনই আসুক! আপনার উপস্থিতি আমাদের একান্ত কাম্য।’
সঙ্গে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, বিয়ের সাজে দীঘিকে। একটি নিমন্ত্রণপত্রও। লেখা, ‘জনাব/জনাবা, অসংখ্য ক্যাজুয়াল, অনলাইন, নন এক্সক্লুসিভ ডেটিং, সিচুয়েশনশিপ, বেঞ্চিং ইত্যাদির পর অবশেষে আমাদের প্রিয় কন্যা প্রিয়ন্তী বিবাহের জন্যে রাজি হয়েছে। উক্ত অনুষ্ঠানে আপনি আর আপনার সপরিবার/সবান্ধব ডিজিটাল উপস্থিতি আমাদের কাম্য।’
আর এই ভিডিওতেই পরিষ্কার, সত্যি সত্যি এখনো বিয়ের পিঁড়িতে বসেননি দীঘি। এটি কোনো ওয়েব ফিল্মের বিজ্ঞাপন।
কয়েকদিন দিঘীর বিয়ের কার্ড নিয়ে রহস্য থাকলেও বৃহস্পতিবার রাতে বিষয়টি জানিয়ে নিজের ফেসবুকে দিঘী লিখেছেন, ‘বিয়েটা কিন্তু প্রিয়ন্তীর। আর যারা যারা আমার বিয়ে ভেবে অনেক বেশি এক্সাইটেড ছিলেন তাদের জন্য অল্প একটু সমবেদনা!’