দিনাজপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার
পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৮, ২০১৬ , ২:৫১ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়
দিনাজপুর: জেলার বোচাগঞ্জের মরিচ ক্ষেত থেকে মোঃ রফিকুল ইসলাম রিয়াদ (১৭) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত রিয়াদ বোচাগঞ্জ উপজেলার রনগাঁও ইউনিয়নের হাজীপাড়া গ্রামের মোঃ আব্দুল বাকির পুত্র।
আজ সকাল ১১টায় দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার রনগাঁও ইউনিয়নের হাজীপাড়া গ্রামের নিজ বাড়ীর পাশে একটি মরিচ ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। প্রেম ঘটিত বিষয়কে কেন্দ্র করে বন্ধুদের হাতে রিয়াদ নিহত হতে পারে বলে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে।
রনগাও ইউনিয়নের চেয়ারম্যান আনিছুর রহমান জানান, মঙ্গলবার রাতে মসজিদে ঘুমানোর কথা বলে বাড়ী থেকে বের হয় রিয়াদ। রাতে সে আর বাড়ীতে আসেনি। বুধবার সকালে রিয়াদের গলাকাটা লাশ বাড়ীর পার্শবর্তী মরিচ ক্ষেতে পড়ে থাকতে দেখে এলাকাবাসী পরিবারকে খবর দেয়। পরে বিষয়টি পুলিশকে অবহিত করা হয়।
বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল হক প্রধান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য দিনাজপুর মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন এবং হত্যাকারীকে গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে।